নাটোরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১
সেনাবাহিনীর উদ্যোগে নাটোরের সদর উপজেলায় ডায়রিয়া আক্রান্ত জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ। ছবি: আইএসপিআর

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সেনাবাহিনীর উদ্যোগে নাটোরের সদর উপজেলায় ডায়রিয়া আক্রান্ত জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোর সদর উপজেলার ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

আইএসপিআর আরও জানায়, মেডিকেল ক্যাম্পেইনে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ৪ হাজার ১০০ প্যাকেট খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন এবং ডায়রিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ দেন।

সম্প্রতি নাটোরের সদর উপজেলায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ঘটে এবং প্রায় দেড় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হল। 

সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে উপকৃত করবে এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫,৫৫৮ টি মামলা নিষ্পত্তি করেছে
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বছরজুড়ে চর্চার আহ্বান জামায়াতের
নুরুল হক মোল্লার কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা
এমপক্স নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করল ডব্লিউএইচও
সাবেক সাংসদসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
ঘাটাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সমাবেশ অনুষ্ঠিত
শিল্পকলায় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আগামী ৭ সেপ্টেম্বর
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
১০