ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ, আটক ১ 

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১০
ছবি : সংগৃহীত

ঝিনাইদহ, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকা থেকে ৩ পিস স্বর্ণের বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার বিকাল ৫টায় বিজিবি’র মহেশপুর ব্যাটেলিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

জব্দকৃত স্বর্ণের বারের সর্বমোট ওজন ৩৪৯ দশমিক ৮০ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।

আটককৃত আমিরুল ইসলাম জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আকামউদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তের পলিয়ানপুর বিওপি বিজিবি’র টহল দল শুক্রবার বেলা ১১টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৬০/১০৫-আর সংলগ্ন খোসালপুর গ্রামের রাস্তার উপর হতে ৩টি স্বর্ণের বার সহ আমিরুল ইসলামকে আটক করে বিজিবি। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহে সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক আমিরুল ইসলামকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্বর্ণের বারসহ আটক আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫,৫৫৮ টি মামলা নিষ্পত্তি করেছে
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বছরজুড়ে চর্চার আহ্বান জামায়াতের
নুরুল হক মোল্লার কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা
এমপক্স নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করল ডব্লিউএইচও
সাবেক সাংসদসহ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
ঘাটাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সমাবেশ অনুষ্ঠিত
শিল্পকলায় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আগামী ৭ সেপ্টেম্বর
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
১০