চবিতে সংঘর্ষ : যুবলীগ নেতার সহযোগী আসামি হান্নান গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি এবং যুবলীগ নেতা হানিফের সহযোগী হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
 
আজ শুক্রবার র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য-প্রযুক্তির সহায়তায় হাটহাজারীতে তার অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার ৫৬ নম্বর আসামি। সে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাটহাজারী উপজেলার সহ-সভাপতি ইকবালের অন্যতম সহযোগী। হানিফ ও ইকবালের নির্দেশে হান্নান স্থানীয়দের সংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত শনিবার রাত থেকে টানা সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাটহাজারী থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। মামলায় নাম উল্লেখ করা হয় ৯৫ জনের এবং অজ্ঞাতনামা আসামি করা হয় আরো প্রায় ১ হাজার জনকে। সেই মামলার ৫৬ নম্বর আসামি মো. হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০