চবিতে সংঘর্ষ : যুবলীগ নেতার সহযোগী আসামি হান্নান গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি এবং যুবলীগ নেতা হানিফের সহযোগী হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
 
আজ শুক্রবার র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য-প্রযুক্তির সহায়তায় হাটহাজারীতে তার অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার ৫৬ নম্বর আসামি। সে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাটহাজারী উপজেলার সহ-সভাপতি ইকবালের অন্যতম সহযোগী। হানিফ ও ইকবালের নির্দেশে হান্নান স্থানীয়দের সংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত শনিবার রাত থেকে টানা সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাটহাজারী থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। মামলায় নাম উল্লেখ করা হয় ৯৫ জনের এবং অজ্ঞাতনামা আসামি করা হয় আরো প্রায় ১ হাজার জনকে। সেই মামলার ৫৬ নম্বর আসামি মো. হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০