চবিতে সংঘর্ষ : যুবলীগ নেতার সহযোগী আসামি হান্নান গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি এবং যুবলীগ নেতা হানিফের সহযোগী হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
 
আজ শুক্রবার র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য-প্রযুক্তির সহায়তায় হাটহাজারীতে তার অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার ৫৬ নম্বর আসামি। সে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাটহাজারী উপজেলার সহ-সভাপতি ইকবালের অন্যতম সহযোগী। হানিফ ও ইকবালের নির্দেশে হান্নান স্থানীয়দের সংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত শনিবার রাত থেকে টানা সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাটহাজারী থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। মামলায় নাম উল্লেখ করা হয় ৯৫ জনের এবং অজ্ঞাতনামা আসামি করা হয় আরো প্রায় ১ হাজার জনকে। সেই মামলার ৫৬ নম্বর আসামি মো. হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন
শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোস করা যাবে না : ধর্ম সচিব 
১০