দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ : শিক্ষা সচিব

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

আজ শুক্রবার মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে ‌‘প্রজেক্ট প্রসেসিং, এপ্রাইজাল এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (পিপিএস)’ শীর্ষক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় সচিব আরও বলেন, “সরকারি প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে দক্ষ প্রকল্প পরিচালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিএস বিষয়ক এই প্রশিক্ষণ কার্যকরভাবে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সহায়তা করবে।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে মাধ্যমিক ও উচ্চ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি হিট প্রজেক্টের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন ইএসসিবি’র রেক্টর, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। সঞ্চালনা করেন ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম, যুগ্ম সচিব (পরিকল্পনা) আহমেদ শিবলী এবং গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

প্রশিক্ষণটি ব্যবস্থাপনায় সহায়তা করে ইএসসিবি এর সেকশন অফিসার মাহবুবুর রহমান খান। সুন্দরভাবে প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করায় ইএসসিবি’কে ধন্যবাদ জানান ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০