কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

কিশোরগঞ্জ (হাওরাঞ্চল), ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার অষ্টগ্রাম উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় রাকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুর ১টার দিকে অষ্টগ্রাম- ইটনা- মিঠামইন সড়কে সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি নিজ এলাকায় বাবুখালী বাজারে ব্যবসা করতেন। 

এ দুর্ঘটনায় রাকিবের সাথে থাকা রানা মিয়া (১৮) ও তুহিন মিয়া (২০) নামের আরও দু’জন আহত হয়েছে। তারাও ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন রাকিব, রানা ও তুহিন। দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে আঘাত করে।এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু ছিঁটকে পড়েন এবং রাকিব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্থানীয়রা রানা ও তুহিনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  তাদেরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঘাটাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সমাবেশ অনুষ্ঠিত
শিল্পকলায় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আগামী ৭ সেপ্টেম্বর
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
১০