কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

কিশোরগঞ্জ (হাওরাঞ্চল), ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার অষ্টগ্রাম উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় রাকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুর ১টার দিকে অষ্টগ্রাম- ইটনা- মিঠামইন সড়কে সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি নিজ এলাকায় বাবুখালী বাজারে ব্যবসা করতেন। 

এ দুর্ঘটনায় রাকিবের সাথে থাকা রানা মিয়া (১৮) ও তুহিন মিয়া (২০) নামের আরও দু’জন আহত হয়েছে। তারাও ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন রাকিব, রানা ও তুহিন। দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে আঘাত করে।এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু ছিঁটকে পড়েন এবং রাকিব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্থানীয়রা রানা ও তুহিনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  তাদেরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০