কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

কিশোরগঞ্জ (হাওরাঞ্চল), ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার অষ্টগ্রাম উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় রাকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুর ১টার দিকে অষ্টগ্রাম- ইটনা- মিঠামইন সড়কে সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি নিজ এলাকায় বাবুখালী বাজারে ব্যবসা করতেন। 

এ দুর্ঘটনায় রাকিবের সাথে থাকা রানা মিয়া (১৮) ও তুহিন মিয়া (২০) নামের আরও দু’জন আহত হয়েছে। তারাও ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন রাকিব, রানা ও তুহিন। দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে আঘাত করে।এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু ছিঁটকে পড়েন এবং রাকিব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্থানীয়রা রানা ও তুহিনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  তাদেরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০