পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৯

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। 

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। পরে, পবিত্র দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ হোসেন বলেন, মহানবী (সা.) একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সকলের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উম্মতদের দিকনির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিতে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ মুসলমানদের জন্য অবশ্য অনুসরণীয় বলে তিনি জানান।  

হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। তিনি আরো বলেন যে, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয়।

অনুষ্ঠান শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
১০