ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। এসময় প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিগণ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, শিক্ষা ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।
এসময় রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও মানবতার পথপ্রদর্শক হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের প্রেক্ষাপট স্মরণ করেন।
তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের শিক্ষা দেয় কীভাবে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন করতে হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে ‘মদিনা সনদ’, ‘হুদায়বিয়ার সন্ধি’, ‘মক্কা বিজয়’ এবং ‘বিদায় হজ্ব’-এর ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
তিনি বিশ্বশান্তি, সহমর্মিতা, সামাজিক ন্যায় ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের ও মানবজাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।