কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ এক কারবারি আটক

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২

লালমনিরহাট, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নুরুল ইসলাম (৩২) নামে এক কারবারিকে আটক করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দুই দিনব্যাপী বিশেষ সাড়াশি অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে। 

আটক নজরুল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ১৫ বিজিবির তিনটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে পৃথক অভিযান চালায়। রামখানা বিওপি’র আওতাধীন মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল ইস্কাফ সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। একই এলাকার পূর্ব রামখানায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নুরুল ইসলামকে আটক করা হয়। 

এ ছাড়া গংগারহাট বিওপি’র আওতাধীন মধ্য বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল ও যানবাহনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকা।

আটক নুরুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে এবং জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০