কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ এক কারবারি আটক

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২

লালমনিরহাট, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নুরুল ইসলাম (৩২) নামে এক কারবারিকে আটক করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দুই দিনব্যাপী বিশেষ সাড়াশি অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে। 

আটক নজরুল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ১৫ বিজিবির তিনটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে পৃথক অভিযান চালায়। রামখানা বিওপি’র আওতাধীন মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল ইস্কাফ সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। একই এলাকার পূর্ব রামখানায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নুরুল ইসলামকে আটক করা হয়। 

এ ছাড়া গংগারহাট বিওপি’র আওতাধীন মধ্য বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল ও যানবাহনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকা।

আটক নুরুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে এবং জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০