লক্ষ্মীপুরে বাস খালে পড়ে পাঁচজন নিহত, আহত ২০

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০

লক্ষ্মীপুর, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের নোয়াখালী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪), নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০), নোয়াখালীর রিপন হোসেন (৩৫) এবং সদরের মাজেদ হোসেন (৩৮)।

তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়াখালীর চৌমুহনী থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল আনন্দ পরিবহনের বাসটি। সকাল সাড়ে ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খালে পড়ে যায়। 

পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর গাড়ি ভেতর থেকে মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ মারা যান।

ওসি ফয়েজুল আজীম নোমান বলেন, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০