পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩১

পটুয়াখালী, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গতকাল প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ইয়াবা, গাঁজা ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৪ টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে পটুয়াখালী সদর থানার পায়রাকুঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা ও ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯ টি মোবাইল ফোন, একটি সিম কার্ডসহ মাদকদ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য, জাল নোট ও বৈদেশিক মুদ্রা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ওভারপাস থেকে ট্রাক পড়ে রিকশাচালক নিহত 
এনবিআরের পরামর্শক কমিটি বিলুপ্ত
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ অপহরণকারী ও অপহৃত ৩ জনকে উদ্ধার
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
মহাসপ্তমী উদযাপিত: আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা
মৃৎশিল্পে অবদান: বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা প্রদান
১৫ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী প্রদান
আরটিজেএস লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা 
কাগজের শপিং ব্যাগ ফ্রি চেয়ে আড়ংকে লিগ্যাল নোটিশ
১০