ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না: আদিলুর রহমান খান

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৯
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান সদ্য নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন - ছবি : বাসস

নাটোর, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না কারণ বাংলাদেশের তরুণ যুবক ও জনগণ তা দমন করবে, প্রতিহত করবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান সদ্য নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আজ (শনিবার) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের সামনে এ স্মৃতিস্তম্ভ উদ্ভোধন করা হয়।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। তবে পরাজিত হয়েছে বলে কেউ আর ষড়যন্ত্র করবে না, এমন নয়। ফ্যাসিবাদ বারেবারে ফিরে আসার চেষ্টা করবে। তাকে দমন করতে হবে, পরাজিত করতে হবে।

উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা এদেশের সূর্য সন্তান। জাতি সারা জীবন তাদেরকে মনে রাখবে। ফ্যাসিবাদ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর, মানুষের অধিকার হরণের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন, জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। সারা দেশের মানুষ তাদের সাথে এক কাতারে এসে দাঁড়িয়েছিলেন। ৩৬ দিনের সংগ্রামে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্ত আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকী আছে।

অর্ন্তবর্তী সরকার দেশের মানুষের অধিকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ জানিয়ে তিনি বলেন, দেশের তরুণরা যে পথে আলো জ্বেলেছে সে পথে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমরা শহীদ পরিবারগুলোর সাথে একাত্ম হতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। জুলাই শহীদদের কবর বাঁধানো হচ্ছে, আহতদের চিকিৎসা প্রদান অব্যাহত আছে, সকল জেলায় শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। কেবল শহীদ স্মৃতিস্তম্ভ দিয়ে শহীদদের স্মৃতি ধরে রাখা হবে না বরং জুলাই যাদুঘরেও শহীদদের সকল স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা হবে, তাদের সংগ্রাম গাঁথা এবং তাদের ওপর হওয়া ভয়াবহ অন্যায়ের চিহ্নগুলোও সংরক্ষণ করা হচ্ছে।

আদিলুর বলেন, বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া দৃশ্যমান হয়ে উঠছে। সংস্কারকেও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের তৃতীয় কাজ- নির্বাচন। নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি, আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়ন করতে।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য রাখেন - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও শহীদ হৃদয়ের পিতা রাজু আহমেদ।

এর আগে উপদেষ্টা নাটোর শহরের বিভিন্ন কবরস্থানে পাঁচ শহীদের কবর জিয়ারত করেন। পরে তিনি নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করেন।

দুই দিনের সফরে এসে উপদেষ্টা গতকাল (শুক্রবার) রাতে নাটোর সার্কিট হাউজে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিসের নতুন সময়সূচি
রাজবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত 
মহানবী (সা.) জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি : ধর্ম সচিব 
সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : ধর্ম উপদেষ্টা 
পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা-বিনামূল্যে ওষুধ প্রদান
অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১
নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন মির্জা আব্বাস
ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলার মাদুরো সংলাপের আহ্বান জানিয়েছেন
শেরপুরে বিএনপি’র বর্ধিত সভা 
সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
১০