বান্দরবান, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নানা আয়োজনে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন শুভ মধু পূর্ণিমা।
এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলার বৌদ্ধ বিহারগুলোতে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান, বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনা।
এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ ফলমূল ও পানীয় দান করেন। মোমবাতি প্রজ্জ্বলন করেন ও ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
মধু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই রাজরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন বিহারাধ্যক্ষরা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহু বছর আগে পূর্ণিমাতে একটি বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই কাহিনি অনুসারে প্রতিবছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করেন।