নড়াইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১
ছবি: বাসস

নড়াইল, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে আজ শনিবার দুপুরে নড়াইল শিশু একাডেমি কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিশুদের অংশগ্রহণে রচনা মহানবী (সা:) এর জীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতা এবং হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রচনা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস প্রথম স্থান, আফিয়া নুসরাত জারা দ্বিতীয় স্থান,নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির নাবিল নাহিয়ান তৃতীয় স্থান অধিকার করে।

‘খ’ বিভাগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উসরাত জাহান ইমা প্রথম স্থান, ১০ম শ্রেণির জাইমা মেহজাবিন নূহা দ্বিতীয় স্থান, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ফাওজিয়া আফিয়া তৃতীয় স্থান অধিকার করে।

হামদ ও নাত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হুমাইরা কবীর প্রথম স্থান, নড়াইল কালেক্টরেট স্কুলের দ্বিতীয় শ্রেণির সিফাত আহম্মেদ দ্বিতীয় স্থান ও একই শ্রেণির মুরতাসিম মাশরুর তৃতীয় অধিকার করে। 

‘খ’ বিভাগে হিজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রিসিলা প্রিয়ন্তী রায় প্রথম স্থান, ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ইরফানা খাতুন দ্বিতীয় স্থান, বরাশুলা ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির তাহসিন তৃতীয় স্থান অধিকার করে।

‘গ’ বিভাগে ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুর্বণা খানম প্রথম স্থান, এনএমএম বহুমূখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রহমাতুল্লাহ ২য় স্থান এবং উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জয়িতা সিকদার তৃতীয় স্থান অধিকার করে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা সঞ্চয় বিষয়ক কর্মকর্তা সৈয়েদা ফাতিহাতুর রুবাইয়াত। জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ মো. ইউসুফ আলী, মহিষখোলা জামে মসজিদের খতিব মাওলানা এইচএম মনিরুজ্জামান, অসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আ ন ম নাজমুল হক, শিশু একাডেমির শিক্ষক জেসমিন আরা ও সোনিয়া পারভীন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০