অস্ত্র ও মাদকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

‎‎বাগেরহাট, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।

আজ শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা বনদস্যু সুমন বাহিনীর সহযোগী। দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মোংলা কোস্টগার্ড সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

অপরদিকে, রাত ২ টায় কৈখালী কোস্টগার্ড শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করে।

এছাড়া, ভোরে কোস্টগার্ডের রুপসা স্টেশন, নৌ বাহিনী ও পুলিশ সদস্যরা লবনচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র ও গাঁজাসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে।

কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম উল হক বলেন, জব্দকৃত অস্ত্র ও মাদক এবং আটকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০