অস্ত্র ও মাদকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

‎‎বাগেরহাট, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।

আজ শনিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা বনদস্যু সুমন বাহিনীর সহযোগী। দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মোংলা কোস্টগার্ড সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

অপরদিকে, রাত ২ টায় কৈখালী কোস্টগার্ড শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করে।

এছাড়া, ভোরে কোস্টগার্ডের রুপসা স্টেশন, নৌ বাহিনী ও পুলিশ সদস্যরা লবনচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র ও গাঁজাসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে।

কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম উল হক বলেন, জব্দকৃত অস্ত্র ও মাদক এবং আটকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০