সুনামগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সুনামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশ হোসাইনিয়া কমিটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনটি উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি থেকে বিশাল র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি শিল্পকলায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহ নাদিমুর রশীদ আল কাদরী।
হোসাইনিয়া জেলা কমিটির সভাপতি ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির খাদেম আবুল খায়ের।
এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুর রইছ, হোসাইনিয়া কমিটির কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনিয়া যুব কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ডা: মো. সাজ্জাদ হোসাইন, সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি কেএম নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী প্রমুখ।