নুরাল পাগলার দরবারে হামলা : সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬

রাজবাড়ী, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে গতকাল শুক্রবারের হামলার ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আজ শনিবার বাসস’কে বলেন, ‘উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আজ ভোরে মামলাটি দায়ের করেছেন।’

তিনি আরো বলেন, ‘আসামিদের বিরুদ্ধে পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।’

হামলার সময় পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, ঘটনাস্থল ও আশেপাশের এলাকার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে গতকাল শত শত মানুষ নুরাল পাগলার ‘দরবার শরিফে’ হামলা চালায় এবং তার মরদেহ কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ পরিদর্শক জানান, এই ঘটনায় কোনো হত্যা মামলা করা হয়নি। কারণ, সংঘর্ষে কেউ নিহত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা কাল শুরু
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মহিষ আটক
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা
সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান অস্বীকৃতি জানালে সরকার নতুন অপারেটর খুঁজবে 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
১০