নুরাল পাগলার দরবারে হামলা : সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬

রাজবাড়ী, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে গতকাল শুক্রবারের হামলার ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আজ শনিবার বাসস’কে বলেন, ‘উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আজ ভোরে মামলাটি দায়ের করেছেন।’

তিনি আরো বলেন, ‘আসামিদের বিরুদ্ধে পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।’

হামলার সময় পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, ঘটনাস্থল ও আশেপাশের এলাকার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে গতকাল শত শত মানুষ নুরাল পাগলার ‘দরবার শরিফে’ হামলা চালায় এবং তার মরদেহ কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ পরিদর্শক জানান, এই ঘটনায় কোনো হত্যা মামলা করা হয়নি। কারণ, সংঘর্ষে কেউ নিহত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
১০