বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে র‌্যালি 

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে র‌্যালি।ছবি : বাসস

ঝালকাঠি, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঝালকাঠিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালিটি বের হয়। 

র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। 

র‌্যালিতে জেলার চার উপজেলার কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহর ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। 

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ বক্তা ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু।
এছাড়া বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সস্পাদক শওকত হোসেন খোকন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।

সমাবেশে বক্তারা বলেন, আগামী মাসেই তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি দেশে আসলে দল আরও সুসংগঠিত হবে। নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা কাল শুরু
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মহিষ আটক
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা
সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপান অস্বীকৃতি জানালে সরকার নতুন অপারেটর খুঁজবে 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু 
মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার
১০