ঝালকাঠি, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় কালেক্টরেট স্কুল মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুলের সভাপতি ও জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানসহ জেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাতে রাসুল (সাঃ) সহ বিদায় হজ্জের মর্মবাণী পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নবীজির জীবনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান।
এ সময় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।