দিনাজপুরে মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

দিনাজপুর, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার মোজাফফর নগর গ্রামের জাকির হোসেনের ছেলে মানিক শেখ (২৪) ও জাহিদ হোসেন (২১)। 

আজ শনিবার দুপুরে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্প এর জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অভিযানের বিষয় নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মধ্যরাতে র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর থানার মুজাফফর নগর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় জাকির হোসেনের বাড়ি তল্লাশি করে মানিক শেখ ও জাহিদ হোসেনের রুমের খাটের নিচে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু তথ্য প্রদান করেছে। তাদের সহযোগীদের গ্রেপ্তার করতে র‌্যাব অভিযান চলমান রয়েছে।  

সূত্রটি আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘ দিন ধরে তারা এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর দুইটায় র‌্যাব সদস্যরা ফেনসিডিলসহ গ্রেপ্তার দুজনকে থানায় সোপর্দ করেন। আজ সন্ধ্যার মধ্যে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ওভারপাস থেকে ট্রাক পড়ে রিকশাচালক নিহত 
এনবিআরের পরামর্শক কমিটি বিলুপ্ত
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ অপহরণকারী ও অপহৃত ৩ জনকে উদ্ধার
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
মহাসপ্তমী উদযাপিত: আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা
মৃৎশিল্পে অবদান: বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা প্রদান
১৫ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী প্রদান
আরটিজেএস লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা 
কাগজের শপিং ব্যাগ ফ্রি চেয়ে আড়ংকে লিগ্যাল নোটিশ
১০