দিনাজপুরে মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

দিনাজপুর, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার মোজাফফর নগর গ্রামের জাকির হোসেনের ছেলে মানিক শেখ (২৪) ও জাহিদ হোসেন (২১)। 

আজ শনিবার দুপুরে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্প এর জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অভিযানের বিষয় নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মধ্যরাতে র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর থানার মুজাফফর নগর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় জাকির হোসেনের বাড়ি তল্লাশি করে মানিক শেখ ও জাহিদ হোসেনের রুমের খাটের নিচে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু তথ্য প্রদান করেছে। তাদের সহযোগীদের গ্রেপ্তার করতে র‌্যাব অভিযান চলমান রয়েছে।  

সূত্রটি আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘ দিন ধরে তারা এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর দুইটায় র‌্যাব সদস্যরা ফেনসিডিলসহ গ্রেপ্তার দুজনকে থানায় সোপর্দ করেন। আজ সন্ধ্যার মধ্যে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক ফারুকসহ ৮ জন রিমান্ডে
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা কাল শুরু
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মহিষ আটক
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা
সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
১০