গোপালগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ পানিতে ডুবে রাইয়ান শেখ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার বলাকইড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু রাইয়ান শেখ জেলার সদর উপজেলার বলাকইড় গ্রামের ইখলাছ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সকলের অগোচরে বাড়ির পাশের মাদ্রাসার পুকুরের পানিতে পড়ে যায় রাইয়ান। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে শিশু রাইয়ানকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার (ওসি) মীর মোহাম্মাদ মাজেদুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।