সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০
শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি

সিলেট, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সিলেট হাইটেক পার্কে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক নবপ্রণীত আইন, পলিসি এবং সংস্কার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বিদ্যমান আইসিটি ফেসিলিটিসকে কীভাবে সিলেটের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। বর্তমানে হাইটেক পার্কে ৭৪ একর জমি বরাদ্দের উপযোগী রয়েছে।’ 

এ সময় তিনি সিলেট হাইটেক পার্কে স্থানীয় ব্যবসায়ী কমিউনিটিকে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও তিনি সিলেটে বিটিসিএল এবং ডাকের দখলকৃত জমি উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

একজন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা এখনো চলছে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিশেষ সহকারী বলেন, ‘সাইবার নিরাপত্তা অধ্যাদেশ পাস করা হয়েছে, যে ৯টি ধারার মাধ্যমে ৯৫ শতাংশ মামলা করা হয়েছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে।’

এরপরও যদি কারো মামলা চলমান থাকে তাহলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

নতুন টেলিকম পলিসি নিয়ে তিনি বলেন, ‘এ পলিসি অনুমোদনের মাধ্যমে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেবার মান উন্নত হবে, ফলে গ্রাহক উপকৃত হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, ‘সিলেটের পর্যটন বিকাশে ওয়াইফাই নেটওয়ার্ক শক্তিশালী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ প্রদান করা হবে।’

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক ফারুকসহ ৮ জন রিমান্ডে
১০