শেরপুরে বিএনপি’র বর্ধিত সভা 

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২ আপডেট: : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪
আজ শনিবার শেরপুরে বিএনপি’র বর্ধিত সভা । ছবি : বাসস

শেরপুর, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর ২ টায় শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম।

সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো.হযরত আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ বি এম মামুনুর রশীদ পলাশ।

সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকা। 


সভায়  অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম, শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব শুরু মঙ্গলবার
নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তারেক রহমান 
পূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত: একেএম শহিদুর রহমান 
নারায়ণগঞ্জে ওভারপাস থেকে ট্রাক পড়ে রিকশাচালক নিহত 
এনবিআরের পরামর্শক কমিটি বিলুপ্ত
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ অপহরণকারী ও অপহৃত ৩ জনকে উদ্ধার
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
মহাসপ্তমী উদযাপিত: আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা
মৃৎশিল্পে অবদান: বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা প্রদান
১৫ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
১০