লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯

লালমনিরহাট, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পাটগ্রাম উপজেলায় আজ পানিতে ডুবে রাসেল মিয়া (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত রাসেল মিয়া জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

তিনি চলতি বছর হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া শনিবার দুপুরে আরও কয়েকজনের সাথে বাড়ির পাশে পুকুরে  গোসল করতে যায়। একপর্যায়ে হঠাৎ রাসেল মিয়া পানিতে তলিয়ে যায়, এ সময় তার সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় তিনঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রাসেলকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০