আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬
ছবি: বাসস

সাতক্ষীরা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার আয়োজনে সোমবার সকালে জেলা কালেক্টরেট চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম আবুল হাশেম।

উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার সহকারী পরিচালক শাহরিয়ার নাঈম শাইখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সাস এর নির্বাহী পরিচালক ইমান আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপানুষ্ঠানিক শিক্ষার নিয়ে কাজ করা এনজিও প্রতিনিধিগণ।

জেলা প্রশাসক এসময় তার বক্তব্যে বলেন, মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষার্থী একজন করে নিরক্ষর ব্যক্তিকে সাক্ষরজ্ঞান প্রদান করলে দেশে শতভাগ সাক্ষরতা অর্জন সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে এখন থেকে প্রতি ক্লাসে হাজিরা নেবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের গেটে তালা দিয়ে রাখবেন। তিনি আরো বলেন, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা করবেন সেটা আপনারা ঠিক করবেন। শিক্ষকরা বাসায় অথবা অন্য কোথাও কোচিং করালে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সিগারেট খাওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে হবে। কোচিং বাণিজ্য বন্ধ করা প্রসঙ্গে অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন কোচিং এখন ফ্যাশনে পরিণত হয়েছে, এটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ
ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ একটি যুগোপযোগী পদক্ষেপ : ভূমি সচিব
স্পেনে বন্যার এক বছর পর একজনের মরদেহ উদ্ধার : আদালত
রাশিয়ায় গোলাবারুদ কারখানায় বিস্ফোরণে নিহত ১০
নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
খুলনায় জেলা কারাগারের কার্যক্রম শুরু হচ্ছে শনিবার
পীরগঞ্জে অটোভ্যানে ট্রাক্টরের ধাক্কায় দুইজন নিহত
শিক্ষানবীশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
সুদানের খার্তুমে বিমানবন্দরে আবারো ড্রোন হামলা
খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০