মুন্সীগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভাতাভোগীদের মধ্যে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়।
সোমবার সদর উপজেলার রতনপুরে আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে ড্রিল, পিটি, শৃঙ্খলা ও কুইজ প্রতিযোগিতায় অসাধারণ পারদর্শিতার জন্য পুরস্কার দেওয়া হয়। এবং ভাতাভোগী সদস্যদের মধ্যে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়।
জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি বিউটি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করীম।