রাজশাহী, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর তানোরে ৫ মামলার আসামিকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে মাদক জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তানোর উপজেলার সমাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সমাসপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), মৃত দবিরের ছেলে মাসুদ রানা ওরফে পালু (৩৫) এবং মৃত কংগ্রেসের ছেলে চন্দন (২১)। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও দস্যুতার ৫টি মামলা রয়েছে। আজ মঙ্গলবার র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে, সমাসপুর এলাকার একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ জেলার বিভিন্ন জায়গায় ছিনতাই-চাঁদাবাজি এবং অবৈধভাবে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি জানার পর র্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরপর রাত দেড়টার দিকে সমাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, আসামিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। সীমান্তবর্তী স্থান থেকে তারা হেরোইন সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। কিছুদিন আগেও দেলোয়ার র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। আসামিদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে।