কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে এক ফুট করে পানি ছাড়

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ আপডেট: : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০
প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি দ্রুত বাড়তে থাকায় বিদ্যুৎকেন্দ্রের জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে ১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আজ সকাল ৭টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে ছেড়ে দেওয়া হচ্ছে।

তিনি জানান, আজ সকালে কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০৮.৮৮ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।

তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার বেলা আড়াইটার পর ১০৮.৬৫ ফুট মিনস সি লেভেল অতিক্রম করায় ২টা ৪৫ মিনিটে তৃতীয় বারের মতো কেন্দ্রের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল।

এর আগে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দুদফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া হয়েছিল। লেকের পানি আবারও বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
জনরায় মেনে নিয়ে নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে
চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে কিউবা
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-টোয়েন্টি; সিরিজ জিতল ইংল্যান্ড
নাইজেরিয়ার পার্লামেন্ট সাহায্য ব্যয়ের তদন্ত করছে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র
পোপের সঙ্গে প্রার্থনা করে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রিটেনের রাজা
১০