কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে এক ফুট করে পানি ছাড়

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ আপডেট: : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০
প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি দ্রুত বাড়তে থাকায় বিদ্যুৎকেন্দ্রের জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে ১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আজ সকাল ৭টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে ছেড়ে দেওয়া হচ্ছে।

তিনি জানান, আজ সকালে কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০৮.৮৮ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।

তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার বেলা আড়াইটার পর ১০৮.৬৫ ফুট মিনস সি লেভেল অতিক্রম করায় ২টা ৪৫ মিনিটে তৃতীয় বারের মতো কেন্দ্রের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল।

এর আগে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দুদফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া হয়েছিল। লেকের পানি আবারও বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০