দক্ষিণাঞ্চলের উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিরলস কাজ করে যাচ্ছে

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮
ছবি: বাসস

শুভব্রত দত্ত

বরিশাল, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় কারিগরি দক্ষতা অর্জন, দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নিরলস কাজ করে যাচ্ছে।

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রায় ৭৫ লাখ মানুষ বিদেশে বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছেন। তাদের মধ্যে বেশির ভাগই যুব সমাজ অদক্ষ কর্মী। ফলে তারা স্বল্প পারিশ্রমিকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। যদি তারা কারিগরি জ্ঞান সম্মত ও দক্ষ শ্রমশক্তি হিসেবে নিজেকে তৈরি করে দেশে ও বিভিন্ন দেশে কাজ করতেন, তাহলে তারা নিজেরা আরও বেশি অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারতেন। পাশাপাশি দেশ আরও অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতো।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডে ১১ একর জমির ওপর মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের বাহিরে বাংলাদেশী শ্রমিকদের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ ইউরোপ, আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন দেশে জনশক্তির চাহিদা রয়েছে। এ জনশক্তি রফতানি করা সম্ভব। তবে তার আগে চাই দক্ষ জনশক্তি। যারা দেশের বাহিরে গমনেচ্ছুক, তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা প্রয়োজন সরকারের। এ লক্ষ্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশের কয়েকটি প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রদান করছে। তার মধ্যে অন্যতম বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)।

সরেজমিনে আরও দেখা গেছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটিতে যে সব কারিগরি শিক্ষা দেয়া হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে, জেনারেল ইলেকট্রনিক্স, অটোমোটিভ, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকর্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। যা দুই বছর এবং ৬ মাস মেয়াদী কোর্স। যারা বিদেশে গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুক তাদের জন্য ২১ দিনের হাউজ কিপিং কোর্স রয়েছে। মূলত এসএসসি মানের ভোকেশনাল শিক্ষা দেয়া হয়ে থাকে প্রতিষ্ঠানটিতে। এরপরও স্বনির্ভর কোর্সও চালু রয়েছে। 

টিটিসিতে রয়েছে অত্যাধুনিক মেশিন ও কম্পিউটার সজ্জিত মোট ১২টি ওয়ার্কশপ ল্যাব। প্রশিক্ষণ শেষে দেশে-বিদেশে চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে। দেশীয় প্রশিক্ষক ছাড়াও কোরিয়ান ও জাপানি প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেয়া হয়। বর্হি-বিশ্বের শ্রম বাজারে চাহিদা অনুযায়ী প্রস্তুতকৃত সিলেবাস অনুসারে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। ছাত্র-ছত্রীদের জন্য আবাসিক সুবিধা রয়েছে। ছাত্রদের জন্য একশ ৮০ আসন বিশিষ্ট ছাত্রাবাস এবং ৩৫ টি আসন বিশিষ্ট ছাত্রী-নিবাস রয়েছে।

বরিশাল টিটিসিতে অধ্যয়নরত ছাত্র অজয় কর ও সাকিব হোসেন বলেন, দেশ গড়া ও নিজেকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কম্পিউটার কোর্সে তারা ভর্তি হয়েছে। তাদের নিজ বাড়ি জেলার গৌরনদী উপজেলায়। কারিগরি কাজকে কাজে লাগিয়ে নিজেদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ নিচ্ছেন।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর চিফ ইন্সট্রাকটর মো. মাহমুদ হোসেন বাসসকে বলেন, দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ প্রতিষ্ঠানটি নিরলস ভাবে কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণ দিয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ও বিভিন্ন দিক-নির্দেশনায় কাজ করে যাচ্ছে। বর্তমানে বরিশাল থেকে সরাসরি মালয়েশিয়াসহ বিশ্বের একাধিক দেশে দক্ষ জনশক্তি রপ্তানি করতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে সাড়ে সাতশ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। তারা কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তিগতভাবে নিজেই নিজের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং এর পাশাপাশি দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে গমন করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্রান্সের প্রধানমন্ত্রী বায়রু’র পদত্যাগ
সুদানের খার্তুমে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে আরএসএফ
শেরপুরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’
রাজধানীতে ১,৬০০ লিটার নকল মবিলসহ গ্রেফতার ২ 
পুতিন অন্যান্য দেশকেও আক্রমণ করতে পারেন : পোল্যান্ডের প্রেসিডেন্ট
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল: মিনু
সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নৌবাহিনী
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আগামীকাল
দেশে গর্ভধারণকালে ও সন্তান জন্ম দানের পর ৬৬ ভাগ নারী বিষণ্নতা ও উদ্বেগে ভোগেন
১০