ঝালকাঠিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২
ঝালকাঠিতে প্রাণিসম্পদ বিভাগের টিকা প্রদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পের উদ্বোধন। ছবি: বাসস

ঝালকাঠি, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে প্রাণিসম্পদ বিভাগের টিকা প্রদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার গাবখান মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ। 

এছাড়া উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, কাঠালিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামশেদুর রহমান, নলছিটি উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত সিকদার।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, ভাইরাসজনিত পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে জেলার ৪ উপজেলার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে ৩০ হাজার টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে আজ এ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া গরু ও মহিষের এনথ্রাক্স, বাদলা ও  গলাফুলা রোগ নিয়ন্ত্রণে টিকা প্রদান করা হবে। এ জন্য কোনো লক্ষ্যমাত্রা নেই, পর্যাপ্ত বরাদ্দ আছে।

তিনি আরও জানান, ক্যাম্পেইনে ৫ শতাধিক ছাগল-ভেড়া ও গরুকে টিকাদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
জনরায় মেনে নিয়ে নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে
চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে কিউবা
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-টোয়েন্টি; সিরিজ জিতল ইংল্যান্ড
নাইজেরিয়ার পার্লামেন্ট সাহায্য ব্যয়ের তদন্ত করছে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র
পোপের সঙ্গে প্রার্থনা করে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রিটেনের রাজা
১০