খুলনা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) টেকসই ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে।
‘সাসটেইনেবল ক্যাপাসিটি বিল্ডিং টু রিডিউস ইরিভার্সিবল পলিউশন (এসসিআইপি) প্লাস্টিক’ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হয়।
কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার সোমবার রায়ের মহল আজিজ মোড়ে নবনির্মিত এই এসটিএস এর উদ্বোধন করেন। এ সময় তিনি ফলক উন্মোচন ও দোয়া করেন।
প্রকল্প সূত্র জানায়, প্রায় আট লাখ টাকা ব্যয়ে স্টেশনটি নির্মাণে যৌথভাবে অর্থায়ন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর দ্য এনভায়রনমেন্ট, নেচার কনজারভেশন, নিউক্লিয়ার সেফটি অ্যান্ড কনজিউমার প্রটেকশন।
প্রকল্প কর্মকর্তারা জানান, স্টেশনটি বাসাবাড়ির ও স্থানীয় অন্যান্য বর্জ্য বিজ্ঞানসম্মত উপায়ে নিষ্পত্তি করবে। এতে নগর ব্যবস্থাপনা আরও পরিচ্ছন্ন ও টেকসই হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, কুয়েটের অধ্যাপক ড. খন্দকার মাহবুব হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহানসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।