ইইউ’র অভিবাসন পরিচালক ঢাকায়; ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা আসবেন ১৫ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪ আপডেট: : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউরোপীয় কমিশনের অভিবাসন ও শরণার্থী বিষয়ক পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত অভিবাসন সংলাপের অংশ হিসেবে তারা এ সফরে করছেন।

কূটনৈতিক সূত্র বাসস’কে জানায়, সংলাপে বাংলাদেশ বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিবে। অন্যদিকে, ইইউ জোর দিবে অবৈধ অভিবাসনকে ইস্যুতে।

সূত্র আরো জানায়, সফরকালে ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদলটি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।

অন্যদিকে, ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটি (ডিআরওআই)-এর চেয়ারম্যান মৌনির সাতৌরির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন।

প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজারও সফরেও করবেন। সেখানে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার, সুরক্ষা ও সংরক্ষণে ইউরোপীয় পার্লামেন্ট এবং এর মানবাধিকার বিষয়ক উপকমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০