চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২ আপডেট: : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২
ছবি : বাসস

চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার হাটহাজারী ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) র‌্যাব-৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে হাটহাজারীর কামাল পাড়া ১০ তলা মোড় এলাকা থেকে সন্দ্বীপ থানার হত্যা মামলার পলাতক আসামি ডাকাত সর্দার মনিরকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার আলোচিত গত ১৮ আগস্ট ২০২৫ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পাঁচজন মাছ ব্যবসায়ী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক পিকআপ চালক সিয়াম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে র‌্যাব-৭ এবং র‌্যাব-১১ এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বিসিক শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে মো. সিয়াম খানকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতারকৃত আসামিদের আইনি ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
জনরায় মেনে নিয়ে নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে
চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে কিউবা
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-টোয়েন্টি; সিরিজ জিতল ইংল্যান্ড
নাইজেরিয়ার পার্লামেন্ট সাহায্য ব্যয়ের তদন্ত করছে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র
পোপের সঙ্গে প্রার্থনা করে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রিটেনের রাজা
১০