১৬ বছর বয়সীরা এনআইডি পাবেন : ইসি সচিব

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন এবং তারা এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। অনেকগুলো কাজে এনআইডি লাগে। যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান, চিকিৎসাসহ এ সব ব্যাপারে অনেক কিছুতেই এনআইডি প্রাসঙ্গিক হয়ে পড়ে। ফলে ওই জায়গাটাতে দেখা যায় যে তার অসম্পূর্ণতার কারণে তাদের অসুবিধা হচ্ছে। এজন্য ১৬ বছর এবং তদূর্ধ্ব বয়সে এনআইডি পাবেন । যারই বয়স ১৬ বছর পূর্ণ হবে তিনি এনআইডির জন্য আবেদন করতে পারবেন।’

এনআইডি হারিয়ে গেলে জিডি করা লাগবে না জানিয়ে ইসি সচিব আরো বলেন, একটা জিনিস আমাদের সবার জানার দরকার তা হলো- এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি বা জেনারেল ডায়রি করার একটা প্রভিশন ছিল। ওটাকে আমরা বলেছি, জিডি লাগবে না। 

তিনি বলেন, মানুষের অসুবিধা হয়। সময়ের স্বল্পতা আছে। সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং এটা জিডি ছাড়াই দ্বিতীয় এনআইডি কার্ড পাওয়ার সুযোগ আছে।

উল্লেখ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ইসি। হারিয়ে যাওয়া এনআইডি তুলতে আগে জিডি করতে হতো। জনদুর্ভোগ কমাতে এখন থেকে আর জিডি করা লাগবে না বলে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। মানুষকে যাতে আরো সহজে এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা যায় সেজন্য এই সিদ্ধান্ত নেয়া।

ইসি সূত্রে জানা গেছে, এনআইডি সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৯ লাখ ৭ হাজার ৬৬২ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি। এই সময় এনআইডি সংশোধনের জন্য মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন পড়ে ইসিতে। এতে এনআইডি সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে সম্প্রতি এই দাবি করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০