ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য: সিনিয়র সচিব

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি : পিআইডি

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রশাসনের উন্নয়নের জন্য প্রশিক্ষণ একটি অপরিহার্য বিষয়।

আজ সকালে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজস্বখাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ’ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সচিব সালেহ আহমেদ বলেন, চাকরির জীবনে প্রশিক্ষণ অপরিহার্য। কারণ এটি কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। কর্মক্ষেত্রের পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে  চলতে, প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন উভয় কর্মীর জন্যই প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন,  ভূমি সংক্রান্ত আইন, নীতি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে পারলে তা সেবা দেওয়ার মানকে উন্নত করে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এই প্রশিক্ষণ কর্মীদের ভুলত্রুটি কমাতে, দুর্নীতি হ্রাস করতে এবং নাগরিক সেবাকে আরও সহজ ও দ্রুত করতেও সাহায্য করে। তাই ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য।

সিনিয়র সচিব প্রশিক্ষণে অংশগ্রহণকারী মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, যেহেতু মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায় কাজ দেখাশোনা করার দায়িত্ব আপনাদের, সেহেতু রাজস্বখাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণের বিষয়ে ধারণা ও জ্ঞান থাকা অপরিহার্য।

সালেহ আহমেদ বলেন, সারা দেশে ৩৮ হাজার কর্মকর্তা-কর্মচারী ভূমিসংক্রান্ত কাজে নিয়োজিত রয়েছে। প্রশিক্ষণ কর্মীদের চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রশিক্ষণ সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের সমৃদ্ধির সঙ্গে দেশের উন্নয়নেও অপরিহার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা) নাসরিন সুলতানা। মূল বক্তব্য উপস্থাপন করেন যুগ্ম-সচিব (অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগ) এমএম আরিফ পাশা। প্রশিক্ষণে মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০