চট্টগ্রামে ৫ মাছ ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুত ও বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পাঁচজন মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি চালক সিয়াম খানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বিসিক শিল্প এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

গত ১৮ আগস্ট ভোরে ভুক্তভোগীরা মাছ কেনার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে ফিশারিঘাটে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে রনি, স্বপন দাসসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর নিহত স্বপন দাসের স্বজনরা আকবর শাহ থানায় গিয়ে এজাহার দায়ের করেন। পিকআপ চালক সিয়াম খানকে এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আলোচিত এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সিয়াম খান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল সোমবার রাতে অভিযান চালায়। ফতুল্লার বিসিক শিল্প এলাকা ঘেরাও করে মো. সিয়াম খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
১০