চট্টগ্রামে ৫ মাছ ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুত ও বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পাঁচজন মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি চালক সিয়াম খানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বিসিক শিল্প এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

গত ১৮ আগস্ট ভোরে ভুক্তভোগীরা মাছ কেনার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে ফিশারিঘাটে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে রনি, স্বপন দাসসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর নিহত স্বপন দাসের স্বজনরা আকবর শাহ থানায় গিয়ে এজাহার দায়ের করেন। পিকআপ চালক সিয়াম খানকে এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আলোচিত এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সিয়াম খান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল সোমবার রাতে অভিযান চালায়। ফতুল্লার বিসিক শিল্প এলাকা ঘেরাও করে মো. সিয়াম খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০