টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮
ছবি: বাসস

টাঙ্গাইল, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত প্রমুখ। 
এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, সেনাবাহিনীর ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, জেলা প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি বাবু শ্যামল হোড়, শ্রী শ্রী কালিবাড়ি টাঙ্গাইলের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার,সাধারণ সম্পাদক প্রদিপ কুমার গুন ঝন্টু এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা  যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে সভায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, যানবাহন নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ হোসেন চৌধুরী
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের
১০