গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি : বাসস

গোপালগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, উপজেলার ১২৫ জন কৃষকদে জনপ্রতি পাঁচকেজি প্রত্যায়িত বীজ (বিএডিসি থেকে প্রাপ্ত), ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

তিনি জানান, বারি মাসকলাই-৩ (হেমন্ত) জাতের জীবনকাল মাত্র ৭০ দিন এবং প্রতি হেক্টরে ফলন হয় গড়ে ১ দশমিক ৬ টন। এটি হলুদ মোজাইক ও পাতার দাগ রোগ সহনশীল। ডাল ফসল চাষের মাধ্যমে মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি পায়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০