গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি : বাসস

গোপালগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, উপজেলার ১২৫ জন কৃষকদে জনপ্রতি পাঁচকেজি প্রত্যায়িত বীজ (বিএডিসি থেকে প্রাপ্ত), ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

তিনি জানান, বারি মাসকলাই-৩ (হেমন্ত) জাতের জীবনকাল মাত্র ৭০ দিন এবং প্রতি হেক্টরে ফলন হয় গড়ে ১ দশমিক ৬ টন। এটি হলুদ মোজাইক ও পাতার দাগ রোগ সহনশীল। ডাল ফসল চাষের মাধ্যমে মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি পায়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
১০