রংপুর, ৯ সেপ্টেম্বর, ২৫ (বাসস) : রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দর্শনা মোড় থেকে মডার্ন মোড় মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুঁটকির আড়ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অংশ নেয়।
এ সময় শুঁটকির আড়তের পাশে বাউন্ডারি দেওয়া একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে তাজহাট থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি থানায় জিডি আকারে লিপিবদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে তাজহাট থানার ওসি শাহাজাহান আলী জানান, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেগুলো সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।