চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ড ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। 

আজ মঙ্গলবার কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড তার প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি, তারা জনসেবার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে।

এই জনসচেতনতা কার্যক্রমে বিশেষভাবে তরুণ প্রজন্মকে লক্ষ্য করে আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের প্রভাব, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা পরিচালিত হয়। এতে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা চাই, তরুণরা সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
খুলনায় স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার
বাগেরহাটে অবৈধ ইটভাটায় অভিযান
কুমিল্লায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মিয়ানমারের জাতিয়াতি কেন্দ্র থেকে ৬ শতাধিক লোক থাইল্যান্ডে পালিয়েছে
১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র
ভুয়া ভিডিও ঠেকাতে এআই নিয়ম কঠোর করার পরিকল্পনা ভারতের
টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত
কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলায় তাৎক্ষণিক চাকরি পেলেন ৯ জন
১০