চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ড ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। 

আজ মঙ্গলবার কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড তার প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি, তারা জনসেবার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে।

এই জনসচেতনতা কার্যক্রমে বিশেষভাবে তরুণ প্রজন্মকে লক্ষ্য করে আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের প্রভাব, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা পরিচালিত হয়। এতে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা চাই, তরুণরা সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০