সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫

সাতক্ষীরা, ৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে শাড়ি ও ওষুধসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কালিয়ানী, কাকডাঙ্গা, তলুইগাছা, ঘোনা, গাজীপুর, মাদরা, সুলতানপুর, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ছবেদার মোড় নামক স্থান হতে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চাঁন্দা নামক স্থান হতে এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাঁদপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার রেউই বাজার, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কালিয়ানী বটতলা, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বটতলা, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কুলবাগান, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা উপজেলার গাজীপুর এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদও উপজেলার ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। 

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০