সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার ও ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির পাঁচটি পৃথক প্রস্তাবে আজ মঙ্গলবার অনুমোদন দিয়েছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৩৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

আসন্ন চাষাবাদ মৌসুমের আগে কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই সার মরক্কো এবং কানাডা থেকে আসবে।

শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের সাথে বিদ্যমান চুক্তির আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সমস্ত চালান আমদানি করবে। 

প্রথম প্রস্তাবের ভিত্তিতে, বিএডিসি মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৫ম লটের প্রায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করবে। এতে ব্যয় হবে ২১২ কোটি ৯৫ লাখ টাকা। যার প্রতি মেট্রিক টন সারের দাম পরবে ৫৭৯ মার্কিন ডলারে।

দ্বিতীয় প্রস্তাবে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ৬ষ্ঠ লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ টাকা। যার প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬১ মার্কিন ডলার।

তৃতীয় প্রস্তাবে বিএডিসি মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৪র্থ লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে। এতে ব্যয় হবে ৩৮১ কোটি ৬৯ লাখ টাকা। যার প্রতি টনের মূল্য ৭৭৮ দশমিক ৩৩ মার্কিন ডলার।

চতুর্থ প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১৬৬ কোটি ৪৭ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। যার প্রতি টনের দম ৪৫২ দশমিক ৬৩ মার্কিন ডলার।
এছাড়াও আজকের ক্রয় কমিটির সভায় ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবের ভিত্তিতে টিএসপিসিএল-এর জন্য প্রায় ১০২ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দিয়েছে। যার প্রতি মেট্রিক   টনের দাম ৭৯৩ দশমিক ৮০ মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০