ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে খুবই দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। আমরা নীতিগতভাবে কিছু ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছি। এই ক্ষেত্রে আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে।’
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আজ এ কথা বলেন।
উপদেষ্টার জাপান সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সই করতে যাচ্ছে। যা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে আরও গভীর করবে।
তিনি বলেন, জাপান বাংলাদেশের সংঙ্গে ইপিএ স্বাক্ষর করতে খুবই আগ্রহী। আমরা এটি স্বাক্ষর করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার।