খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫
খুলনা বিশ্ববিদ্যালয় ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ছবি: বাসস

খুলনা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয় ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির (কেইউআরএস) উদ্যোগে গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম রিসার্চমেট’র সহযোগিতায় মঙ্গলবার বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা হতে হবে বিশ্বমানের ও ইমপ্যাক্টফুল। বিশ্বমানের গবেষণা করতে হলে গবেষণার কৌশল, ডাটা সংগ্রহ এবং আধুনিক টুলস ব্যবহারে দক্ষতা অর্জন প্রয়োজন। তরুণ গবেষকদের এগিয়ে যেতে হলে মাল্টি-ডিসিপ্লিনারি কোলাবরেশন ও আন্তর্জাতিক গবেষণার সঙ্গে সংযুক্ত হতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কেইউআরএস নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীরা গবেষণায় দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষাজীবনে গবেষণা নিবন্ধ প্রকাশ করতে পারলে তা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে আঞ্চলিক সমস্যা ও সম্ভাবনাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে প্রতিটি ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে, যারা গবেষণামূলক কর্মকাণ্ডে শিক্ষকদের সহায়তা করবেন এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। 

কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক মো. আজিম। তিনি গবেষণা প্রক্রিয়া, তথ্য বিশ্লেষণ এবং গবেষণায় আধুনিক টুলস ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কেইউআরএস’র সভাপতি দেবাশীষ অধিকারীর সভাপতিত্বে অনুুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন সম্পদ।

সেশনের পরে চয়ন বকশিকে সভাপতি ও গৌড় মুন্ডাকে সাধারণ সম্পাদক করে রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের সদস্য বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানালো পোল্যান্ডের সেনাবাহিনী
নাইজারের প্রতি আইএস-এর আক্রমণ থেকে নাগরিকদের রক্ষার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
১০