জুলাই শহীদদের স্মরণে নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ আপডেট: : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬
জুলাই শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’। ছবি : বাসস

নাটোর, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ এর নির্মাণ কাজ শেষ হয়েছে।  

জেলার পাঁচ শহীদের প্রাণ হারানোর স্থানটিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কারিগরি সহায়তায় স্মৃতিফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জেলা পরিষদ।

জুলাই গণঅভ্যুত্থানে নাটোর জেলার আটজন শহীদ হয়েছেন। এর মধ্যে দুইজন ঢাকাতে এবং একজন গাজীপুরে শহীদ হন। অবশিষ্ট পাঁচজন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরে পিটিআই সড়ক এলাকার বাড়িতে অগ্নিদগ্ধ হন ৫ আগস্ট। 

অগ্নিদগ্ধদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃত মেহেদী হাসান রবিন ঢাকার একটি হাসপাতালে শহীদ হন। অগ্নিদগ্ধ অবশিষ্ট চারজনের মরদেহ উদ্ধার হয় ঐ বাড়ি থেকে ৬ আগস্ট। এই চারজন হচ্ছেন শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী।

অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো স্থানটির কাছেই আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সঙ্গে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ করা হয়েছে।  

মূল স্মৃতিফলকগুলো বা স্ট্যাম্প আট ফুট উচ্চতায় অবস্থান করছে। প্রত্যেক স্মৃতিফলকের কালো জমিনে শহীদের সংক্ষিপ্ত পরিচিতি খোদাই করা আছে। উপরে ধাতব গোলাকার লাল বৃত্তে শহীদের নাম এবং জন্ম ও মৃত্যু তারিখ লেখা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, শহীদ মেহেদী হাসান রবিন, শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী স্মরণে পৃথকভাবে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা কারিগরি সহায়তা প্রদান করেছি।

নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, নাটোরের পাঁচ শহীদ স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ বাস্তবায়ন করতে পারা আমাদের জন্য প্রশান্তির। নির্মিত স্ট্রিট মেমোরি স্ট্যাম্প শহীদদের গৌরব গাঁথা জানান দিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০