আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫
মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আফরোজা খানম রিতা। ছবি: বাসস

মানিকগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটাররা বেশি ভোট দেবে।

মানিকগঞ্জ জেলা বিএনপির এই আহ্বায়ক বলেন, জেলার নারী ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে রেকর্ড তৈরি করতে চায়।

মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জিন্নাহ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুননাহার মুন্নী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্র থেকে দ. কোরিয়ার কর্মীদের দেশে ফেরার ফ্লাইট বিলম্বিত
ঝিনাইদহে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ 
নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহল
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সাংবাদিক মান্না রায়হানের রুহের মাগফিরাত কামনায় দোয়া
২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ
কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন নিয়ে সেমিনার
প্রকৃতির বিরূপ প্রভাবে টাঙ্গাইলে বিলুপ্তির পথে শাপলা-শালুক 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু
১০