আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫
মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আফরোজা খানম রিতা। ছবি: বাসস

মানিকগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটাররা বেশি ভোট দেবে।

মানিকগঞ্জ জেলা বিএনপির এই আহ্বায়ক বলেন, জেলার নারী ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে রেকর্ড তৈরি করতে চায়।

মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জিন্নাহ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুননাহার মুন্নী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জনের প্রস্তুতি
বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা 
দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
১০