রাঙ্গামাটি, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় অংশীজনের সমন্বয়ে জেলার কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে বুধবার বেলা সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস।
সেমিনারে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট রাঙ্গামাটির উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ইসতিয়াক হায়দার প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটি যাতে দূষণ না হয়, সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে।
সেমিনারে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কর্ণফুলী সরকারি কলেজ এর প্রভাষক আবু তালেব,রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা এবং মৎস্যচাষী তপন মল্লিক ।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, হেডম্যান, এনজিও কর্মী এবং মৎস্যজীবিরা অংশ নেন।