রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি পপির ইন্তেকাল

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার সভাপতি এ্যাড. রওশন আরা পপি। ছবি: সংগৃহীত

রাজশাহী, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার সভাপতি এ্যাড. রওশন আরা পপি (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলেমেয়েসহ স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, রওশন আরা পপি বেশ কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে মহিলা দলের নারী নেত্রীসহ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহীতে তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে। 

এদিকে, মহিলা দল সভাপতি পপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুতে নগর মহিলা দলে শূন্যতা তৈরি হলো যা পূরণ হবার নয় বলেও মন্তব্য করেন মিনু। 

রওশন আরা পপি জীবিত থাকাকালে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
১০