জামালপুরে ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫
ছবি : বাসস

জামালপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জামালপুর কিশোরীকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ বুধবার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি সবুজপাড়া গ্রামের মো. আইজুর হোসেন (৫৫) এবং গোলাম মোস্তফা ওরফে ভাষা (৫৫)।

তথ্য নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক।

মামলার এজাহারে জানা যায়, ১৩ বছর বয়সী ভুক্তভোগী প্রতিদিন গ্রামে তার বাড়ি থেকে তার নানীর বাড়িতে খাবার নিয়ে যেত। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাবার নিয়ে যাওয়ার সময় আইজুর হোসেন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর চাচা দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। 

পুলিশ তদন্তের পর আইজুর রহমান ও গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আজ আদালত আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। একইসঙ্গে আইজুর রহমানকে এক লাখ টাকা এবং গোলাম মোস্তফাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
১০