জামালপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জামালপুর কিশোরীকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ বুধবার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি সবুজপাড়া গ্রামের মো. আইজুর হোসেন (৫৫) এবং গোলাম মোস্তফা ওরফে ভাষা (৫৫)।
তথ্য নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক।
মামলার এজাহারে জানা যায়, ১৩ বছর বয়সী ভুক্তভোগী প্রতিদিন গ্রামে তার বাড়ি থেকে তার নানীর বাড়িতে খাবার নিয়ে যেত। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাবার নিয়ে যাওয়ার সময় আইজুর হোসেন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর চাচা দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ তদন্তের পর আইজুর রহমান ও গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আজ আদালত আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। একইসঙ্গে আইজুর রহমানকে এক লাখ টাকা এবং গোলাম মোস্তফাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।