ময়মনসিংহে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি আদায়ে সভা ও বিক্ষোভ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২
সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের বিক্ষোভ। ছবি: বাসস

ময়মনসিংহ, ১০ সেপ্টেম্বর, ২০২৫, (বাসস): ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে ছাত্র-শিক্ষক ও পেশাজীবীরা আলোচনা সভা ও বিক্ষোভ করেছে। 

আজ বুধবার সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায়ের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. কেপায়েত উল্লাহ। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করতে হবে, তবে কখনোই পড়াশোনা বাদ দেওয়া যাবে না। যোগ্যতা ও দক্ষতা দিয়েই নিজের দাবি আদায় করতে হবে। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিকের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন, প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসী, ডিইএবি ময়মনসিংহ জেলা সভাপতি প্রকৌশলী আসিফ মোহাম্মদ হামজা তালুকদার এবং সদস্য সচিব প্রকৌশলী আমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মো. মানিক মিয়া।

সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধনমন্ত্রী বেগম খালেদা জিয়া তার অঙ্গীকার অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদান করেছিলেন। কিন্তু এখনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি। তাঁরা ১৯৭৮ সালের সরকারি প্রজ্ঞাপনের আলোকে পদোন্নতি কোটা বৃদ্ধি, প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা সুস্পষ্ট করা, মেধার অপচয় রোধ, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং কাঠামো অনুসারে জনবল পুনর্গঠন, শিক্ষাক্রম আধুনিকায়ন, শিক্ষক সংকট নিরসন, মেধাবৃত্তি বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষক, ছাত্র ও পেশাজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং তাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা 
দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
ফিলিপাইন ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে বন্যার সতর্কবার্তা 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
১০