নওগাঁয় তারুণ্যের উৎসবের আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১
বুধবার জেলায় তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে তরুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নওগাঁ, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে তরুন উদ্যোক্তা সৃষ্টি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহক সেবা পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার আয়োজনে আজ বুধবার সকালে শহরের আয়োজন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার এজিএম ও শাখা প্রধান আব্দুর রাজ্জাক প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সোনালী ব্যাংক পিএলসি রাজশাহীর জেনারেল ম্যানেজার ইনচার্জ শওকত জামান। 

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হক, বিএমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, নাযাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার অধ্যক্ষ পিএম আদম আলী,সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ কাজী মেহেদী হাসান প্রমুখ।

সভায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ৫০ জন শিক্ষার্থী ও ২০ জন তরুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এসময় তরুনদের আর্থিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় তরুণরা তাদের মতামত তুলে ধরে। অনুষ্ঠানের শেষাংশে ব্যাংকের পক্ষ থেকে তরুণদেরকে প্রশ্নের আহ্বান জানানো হয়। এসময় তরুণরা তাদের প্রশ্ন উত্থাপন করলে ব্যাংকের ঊর্ধ্বতন কতৃপক্ষগণ তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেন।

এসময় অতিথিরা বলেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তাই তরুণরাই পারে সবকিছুতে আমূল পরিবর্তন আনতে। ২৪-এর আন্দোলনের প্রধান কারিগর ছিলো তরুণরা। তাই তরুণ বয়সেই যারা আর্থিক বিষয়ে সচেতন হবে এবং সঞ্চয় করা শুরু করবে সেই তরুণরাই একদিন নিজেকে অন্যতম উদ্যোক্তা হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হবে। আগামীতে তরুণ উদ্যোক্তাদের ব্যাংকের পক্ষ থেকে স্বল্পসুদে ঋণের মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
খুলনায় স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার
বাগেরহাটে অবৈধ ইটভাটায় অভিযান
কুমিল্লায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মিয়ানমারের জাতিয়াতি কেন্দ্র থেকে ৬ শতাধিক লোক থাইল্যান্ডে পালিয়েছে
১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র
ভুয়া ভিডিও ঠেকাতে এআই নিয়ম কঠোর করার পরিকল্পনা ভারতের
টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত
কক্সবাজারে দিনব্যাপী চাকরি মেলায় তাৎক্ষণিক চাকরি পেলেন ৯ জন
১০